Friday, 18 January 2019

কবিতা : অপেক্ষা

অপেক্ষা
মান-আভিমান ! সেটা তো অনেক হলো ,
অনেক হলো ফাঁকা ঐ মাঠে একা একা বিচরন ,
অনেক হলো নীল ঐ দিগন্তে একা চেয়ে থাকা ,
সূর্যটাও ঢলে পড়ছে পশ্চিমে , হয়তো ফিরে যাচ্ছে গন্তব্যে ।
পাখিগুলোও ফিরে যাচ্ছে তাদের গন্তব্যে
শুধু আমার গন্তব্যেই তোমার ফেরা হলো না , নাকি তোমার গন্তব্য অন্য কোথাও??
অনেক হলো একলা জোৎস্না স্নান,
অনেক হলো একলা বৃষ্টি বিলাস।
অনেক হলো তোমার ঐ শূন্য পথের দিকে চেয়ে থাকা।
বালিকা আজ আমি ক্লান্ত,
তোমার শূন্য ঐ পথের দিকে চেয়ে থাকতে থাকতে আমি ক্লান্ত।
তোমার অপেক্ষায় থাকতে থাকতে আমি ক্লান্ত।
একটু কাছে আসা যায় কি অভিমান ভুলে?
একটু পাশে বসা যায় কি দুরত্ব ঘুচিয়ে?
একটু ফিরে তাকানো যায় কি তোমার অপেক্ষায় অপেক্ষা রত এই বালকের দিকে?
একটু চেয়ে দেখ এক গুচ্ছ ভালবাসার হলুদ কদম হাতে সে এখনো তোমার অপেক্ষায়।।।
সংশোধন ও পরিমার্জন : Adib Mahmud
স্কেচ : Shamim Ara Hira
© MD Shahriar Kabir Rishat