Thursday, 14 February 2019

কবিতা : কবিতা

কবিতা
মেয়ে ! একটি কবিতা লিখব তোমায় নিয়ে ,
বিরহের নয় , ভালোবাসার কবিতা ।
সেই কবিতার প্রতিটি পঙক্তি হবে তোমায় নিয়ে,
সেই কবিতায় সূর্যদয় হবে তোমায় ঘিরে ,
সেই কবিতায় পূর্ণিমার চাঁদ জোৎস্না ছড়াবে তোমার জন্যে !
সেই কবিতায় তুমি থাকবে আমার সবচাইতে কাছে,
সেই কবিতায় প্রতিটি গোধুলিতে তুমি থাকবে আমার পাশে !
মেয়ে ! সেই কবিতার কোন একদিনে তোমার পাশে এই চিলেকোঠায় দাঁড়িয়ে এই ব‍্যাস্ত নগরীর সূর্যাস্ত দেখব
--তাই বুঝি ??
তুমি পড়বে তোমার পছন্দের সেই লাল জামদানীটা !!
- আর তুমি ??
আমি না হয় তোমার কিনে দেয়া সেই নীল পাঞ্জাবীটাই পড়লাম !!
-বিনিময়ে কি পাব শুনি ?
একটা লাল গোলাপ-ই যথেষ্ট জানি ,লাগবে নাকি আরও কিছু?
-কিন্তু যদি বৃষ্টি হয় ??
তুমি তখন দু'হাত প্রসারিত করে বৃষ্টি বিলাস করবে !
-তখন তুমি কি করবে শুনি ?
মুগ্ধতায় তাকিয়ে থাকব তোমার দিকে !
-আর… … ??
আর অপেক্ষা করব একগুচ্ছ কদম হাতে !
মেয়ে ! একটি কবিতা লিখব তোমায় নিয়ে ,
সেই কবিতার কোনো সমাপ্তি থাকবে না,
সেই কবিতা হবে তোমার আর আমার কবিতা ।
সংশোধন ও পরিমার্জন : Adib Mahmud
স্কেচ : Shamim Ara Hira
© MD Shahriar Kabir Rishat