তারপর অনেক দিন কেটে যাবে...
সেদিনের সেই কথাগুলোও তুমি ভুলে যাবে;
হয়তো আমার নিজেরও মনে থাকবে না ।
হয়তো আমাদের আর কোনদিন দেখা হবে না ,
আমরা হয়তো একই শহরে থাকবো,
কিন্তু আমাদের ঠিক দেখা হবে না।
কিংবা হবে হয়তো !!
তুমি হয়তো দামী গাড়ী হাঁকিয়ে বাচ্চাকে স্কুলে দিতে আসবে;
বা হয়তো রাস্তার মোড়ে গাড়ী থামিয়ে বাচ্চার জন্য কেক-পেষ্ট্রি কিনবে !!!
আমিও হয়তো বাজার হাতে পথ ধরব ঘরে ফেরার ।
আমি হয়তো তোমার চোখে ধরা পড়ব , হয়তোবা সেদিন এড়িয়ে যেতে চাইবো !!
তোমার হয়তো সেদিনের কথাগুলো মনে পড়বে না , কিংবা হয়তো মনে পড়বে ।
কিন্তু আমাদের ঠিক দেখা হবে না ,
কিংবা হবে হয়তো ।
আর না হয় এসবের কিছুই হবে না ।
হয়তো আমাদের গল্পটা অন্য রকম হবে ।