গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সেদিন,
তুমি রিকশায় উঠে বসলে
একটু থেমে আমায় বললে-তুমি চাইলে আসতে পারো আমার সাথে ।
আমি যেন অপেক্ষায় ছিলাম।
ইচ্ছে ছিল তোমায় সাথে নিয়ে এই ব্যস্ত শহরে ঘুরবো,
যেখানে সব কোলাহল উপেক্ষা করে
আমি তোমার কণ্ঠস্বর শুনতে চাইবো,
আর আমার দৃষ্টি আটকে থাকবে কেবল তোমাতে ।
তবে শহরে সেদিন ব্যস্ততা ছিল না,
ছিল না কোন কোলাহলও
তুমিও চুপ করে ছিলে ।
যা ছিল তাহলো
আমাদের মধ্যে নিরবতা,
আমি আড়চোখে তাকিয়েছিলাম কয়েকবার,
কিছু বলতে গিয়েও থেমে গেছি বার বার ।
তারপর-
রাস্তা ফুরিয়ে এলো,
আমি নেমে গেলাম,
তুমি ফিরে গেলে আপন গন্তব্যে
সেদিন যেটা বলতে পারিনি আজ তা বলছি-
'ভালোবাসি প্রিয়!'
'ভালোবাসি প্রিয়!'