আচ্ছা
যদি বলি কপালের টিপ আমার পছন্দ না?
চোখে কাজল দিয়েছো ওতেই হবে;
তাহলে কি সে রেগে যাবে?
যদি বলি পায়ে আলতা দেয়ার প্রয়োজন কি?
নুপুর পরেছো তাই তো যথেষ্ট;
তখন কি সে খুব অভিমান করবে?
যদি বলি কাঁচের চুড়ির দরকার নেই?
হাতে সুন্দর করে মেহেদী দিয়েছো,
তাইবা কম কিসের?
তাহলে কি সে মন খারাপ করবে?
যদি বলি
খোঁপা করে চুলে ফুলের বদলে খোলা চুলই তো ভালো,
তাহলে কি সে কান্না করবে??
সে কি আদৌও বুঝবে আমি কি বলছি,
নাকি
টিপ না পড়াতে বলার রাগে,
আলতা না পড়ার অভিমানে,
কাঁচের চুড়ির মন খারাপে,
খোঁপায় ফুল দিতে না পারার কান্নায়
সে আমাকেই ভুলে যাবে?
নাকি
সে আমাকে বুঝবে ।
আচ্ছা সে কি আমাকে বুঝবে??
রংপুর||রাত ১২.০৮
২৩.০৮.২১