Sunday, 11 August 2019

কবিতা : হয়তো বা

তারপর অনেক দিন কেটে যাবে...

সেদিনের সেই কথাগুলোও তুমি ভুলে যাবে;
হয়তো আমার নিজেরও মনে থাকবে না ।
হয়তো আমাদের আর কোনদিন দেখা হবে না ,
আমরা হয়তো একই শহরে থাকবো,
কিন্তু আমাদের ঠিক দেখা হবে না।

কিংবা হবে হয়তো !!

তুমি হয়তো দামী গাড়ী হাঁকিয়ে বাচ্চাকে স্কুলে দিতে আসবে;
বা হয়তো রাস্তার মোড়ে গাড়ী থামিয়ে বাচ্চার জন‍্য কেক-পেষ্ট্রি কিনবে !!!

আমিও হয়তো বাজার হাতে পথ ধরব ঘরে ফেরার ।

আমি হয়তো তোমার চোখে ধরা পড়ব , হয়তোবা সেদিন এড়িয়ে যেতে চাইবো !!
তোমার হয়তো সেদিনের কথাগুলো মনে পড়বে না , কিংবা হয়তো মনে পড়বে ।
কিন্তু আমাদের ঠিক দেখা হবে না ,
কিংবা হবে হয়তো ।
আর না হয় এসবের কিছুই হবে না ।

হয়তো আমাদের গল্পটা অন্য রকম হবে ।

Friday, 5 April 2019

হঠাৎ অনেক দিন পর

 অনেকদিন দেখা হবে না
তারপর এক দিন হঠাৎ দেখা হয়ে যাবে দুজনের,
ব্যাস্ত শহরের কোনো এক মোড়ে।
সেদিন হয়ত তুমি আমাকে পাশ কাটিয়ে চলে যাবে
কোনো এক আগন্তুক ভেবে।
সেদিন হয়তো তোমার পাশে থাকবে অন্য কেও।
সেদিন হয়ত তুমি ব্যাস্ত থাকবে সন্তান দের সামলাতে।
সেদিন তোমার আর আমার মাঝে থাকবে এক পৃথিবি দুরত্ব।
হয়ত সেদিন আমার ও অনেক ব্যাস্ততা থাকবে,
কিন্তু সেদিন ও তোমার দিকে তাকাতে ভুল হবে না আমার।
সেদিন ও আমি চেয়ে থাকবো তোমার মুখ পানে,
এক চিলতে হাসি দেখার আশায়। 

Tuesday, 2 April 2019

ছেলেটি

বালিকা জানো? সেই ছেলেটি এখন খুব বাস্তববাদী,
আবেগ তাকে আর টানে না।
ছেলেটি আজ ভুলে গেছে সব,
কারও কথা আর ভাবে না।
ভাবার সময় কোথায় তার?
সে এখন খুব ব্যাস্ত নিজেকে নিয়ে,
অফিস শেষে ঘুমানোর সময় ও তার মিলে না।

জানো? ছেলেটি এখন খুব কর্মঠ,
অলসতা তার আর আশে না।
ছেলেটি এখন খুব ব্যাস্ত,
ফেসবুকে আর থাকে না।

জানো? ছেলেটি এখন খুব ঘুম কাতুরে,
রাত সে আর জাগে না।
হ্যা,ছেলেটি আজ ব্যাস্ত ভিসন,
কারও কথা আর ভাবে না।

তবে জানো? ছেলেটিকে মাঝ রাতে বারান্দায় দেখা জায়,
যখন কেও সজাগ থাকে না।
ছেলেটি আজও কার যেন ছবি দেখে,
কাওকে তা দেখতে দেয় না।
ছেলেটির চোখ এ পানি দেখা যায় তখন,
তবে সে কিন্তু কাদে না।

ছেলেটি এখন ব্যাস্ত ভিসন,
কারও কথা আর ভাবে না।

Thursday, 14 February 2019

কবিতা : কবিতা

কবিতা
মেয়ে ! একটি কবিতা লিখব তোমায় নিয়ে ,
বিরহের নয় , ভালোবাসার কবিতা ।
সেই কবিতার প্রতিটি পঙক্তি হবে তোমায় নিয়ে,
সেই কবিতায় সূর্যদয় হবে তোমায় ঘিরে ,
সেই কবিতায় পূর্ণিমার চাঁদ জোৎস্না ছড়াবে তোমার জন্যে !
সেই কবিতায় তুমি থাকবে আমার সবচাইতে কাছে,
সেই কবিতায় প্রতিটি গোধুলিতে তুমি থাকবে আমার পাশে !
মেয়ে ! সেই কবিতার কোন একদিনে তোমার পাশে এই চিলেকোঠায় দাঁড়িয়ে এই ব‍্যাস্ত নগরীর সূর্যাস্ত দেখব
--তাই বুঝি ??
তুমি পড়বে তোমার পছন্দের সেই লাল জামদানীটা !!
- আর তুমি ??
আমি না হয় তোমার কিনে দেয়া সেই নীল পাঞ্জাবীটাই পড়লাম !!
-বিনিময়ে কি পাব শুনি ?
একটা লাল গোলাপ-ই যথেষ্ট জানি ,লাগবে নাকি আরও কিছু?
-কিন্তু যদি বৃষ্টি হয় ??
তুমি তখন দু'হাত প্রসারিত করে বৃষ্টি বিলাস করবে !
-তখন তুমি কি করবে শুনি ?
মুগ্ধতায় তাকিয়ে থাকব তোমার দিকে !
-আর… … ??
আর অপেক্ষা করব একগুচ্ছ কদম হাতে !
মেয়ে ! একটি কবিতা লিখব তোমায় নিয়ে ,
সেই কবিতার কোনো সমাপ্তি থাকবে না,
সেই কবিতা হবে তোমার আর আমার কবিতা ।
সংশোধন ও পরিমার্জন : Adib Mahmud
স্কেচ : Shamim Ara Hira
© MD Shahriar Kabir Rishat

Friday, 18 January 2019

কবিতা : অপেক্ষা

অপেক্ষা
মান-আভিমান ! সেটা তো অনেক হলো ,
অনেক হলো ফাঁকা ঐ মাঠে একা একা বিচরন ,
অনেক হলো নীল ঐ দিগন্তে একা চেয়ে থাকা ,
সূর্যটাও ঢলে পড়ছে পশ্চিমে , হয়তো ফিরে যাচ্ছে গন্তব্যে ।
পাখিগুলোও ফিরে যাচ্ছে তাদের গন্তব্যে
শুধু আমার গন্তব্যেই তোমার ফেরা হলো না , নাকি তোমার গন্তব্য অন্য কোথাও??
অনেক হলো একলা জোৎস্না স্নান,
অনেক হলো একলা বৃষ্টি বিলাস।
অনেক হলো তোমার ঐ শূন্য পথের দিকে চেয়ে থাকা।
বালিকা আজ আমি ক্লান্ত,
তোমার শূন্য ঐ পথের দিকে চেয়ে থাকতে থাকতে আমি ক্লান্ত।
তোমার অপেক্ষায় থাকতে থাকতে আমি ক্লান্ত।
একটু কাছে আসা যায় কি অভিমান ভুলে?
একটু পাশে বসা যায় কি দুরত্ব ঘুচিয়ে?
একটু ফিরে তাকানো যায় কি তোমার অপেক্ষায় অপেক্ষা রত এই বালকের দিকে?
একটু চেয়ে দেখ এক গুচ্ছ ভালবাসার হলুদ কদম হাতে সে এখনো তোমার অপেক্ষায়।।।
সংশোধন ও পরিমার্জন : Adib Mahmud
স্কেচ : Shamim Ara Hira
© MD Shahriar Kabir Rishat