বালিকা জানো? সেই ছেলেটি এখন খুব বাস্তববাদী,
আবেগ তাকে আর টানে না।
ছেলেটি আজ ভুলে গেছে সব,
কারও কথা আর ভাবে না।
ভাবার সময় কোথায় তার?
সে এখন খুব ব্যাস্ত নিজেকে নিয়ে,
অফিস শেষে ঘুমানোর সময় ও তার মিলে না।
জানো? ছেলেটি এখন খুব কর্মঠ,
অলসতা তার আর আশে না।
ছেলেটি এখন খুব ব্যাস্ত,
ফেসবুকে আর থাকে না।
জানো? ছেলেটি এখন খুব ঘুম কাতুরে,
রাত সে আর জাগে না।
হ্যা,ছেলেটি আজ ব্যাস্ত ভিসন,
কারও কথা আর ভাবে না।
তবে জানো? ছেলেটিকে মাঝ রাতে বারান্দায় দেখা জায়,
যখন কেও সজাগ থাকে না।
ছেলেটি আজও কার যেন ছবি দেখে,
কাওকে তা দেখতে দেয় না।
ছেলেটির চোখ এ পানি দেখা যায় তখন,
তবে সে কিন্তু কাদে না।
ছেলেটি এখন ব্যাস্ত ভিসন,
কারও কথা আর ভাবে না।
No comments:
Post a Comment