অনেকদিন দেখা হবে না
তারপর এক দিন হঠাৎ দেখা হয়ে যাবে দুজনের,
ব্যাস্ত শহরের কোনো এক মোড়ে।
সেদিন হয়ত তুমি আমাকে পাশ কাটিয়ে চলে যাবে
কোনো এক আগন্তুক ভেবে।
সেদিন হয়তো তোমার পাশে থাকবে অন্য কেও।
সেদিন হয়ত তুমি ব্যাস্ত থাকবে সন্তান দের সামলাতে।
সেদিন তোমার আর আমার মাঝে থাকবে এক পৃথিবি দুরত্ব।
হয়ত সেদিন আমার ও অনেক ব্যাস্ততা থাকবে,
কিন্তু সেদিন ও তোমার দিকে তাকাতে ভুল হবে না আমার।
সেদিন ও আমি চেয়ে থাকবো তোমার মুখ পানে,
এক চিলতে হাসি দেখার আশায়।
তারপর এক দিন হঠাৎ দেখা হয়ে যাবে দুজনের,
ব্যাস্ত শহরের কোনো এক মোড়ে।
সেদিন হয়ত তুমি আমাকে পাশ কাটিয়ে চলে যাবে
কোনো এক আগন্তুক ভেবে।
সেদিন হয়তো তোমার পাশে থাকবে অন্য কেও।
সেদিন হয়ত তুমি ব্যাস্ত থাকবে সন্তান দের সামলাতে।
সেদিন তোমার আর আমার মাঝে থাকবে এক পৃথিবি দুরত্ব।
হয়ত সেদিন আমার ও অনেক ব্যাস্ততা থাকবে,
কিন্তু সেদিন ও তোমার দিকে তাকাতে ভুল হবে না আমার।
সেদিন ও আমি চেয়ে থাকবো তোমার মুখ পানে,
এক চিলতে হাসি দেখার আশায়।