Friday, 5 April 2019

হঠাৎ অনেক দিন পর

 অনেকদিন দেখা হবে না
তারপর এক দিন হঠাৎ দেখা হয়ে যাবে দুজনের,
ব্যাস্ত শহরের কোনো এক মোড়ে।
সেদিন হয়ত তুমি আমাকে পাশ কাটিয়ে চলে যাবে
কোনো এক আগন্তুক ভেবে।
সেদিন হয়তো তোমার পাশে থাকবে অন্য কেও।
সেদিন হয়ত তুমি ব্যাস্ত থাকবে সন্তান দের সামলাতে।
সেদিন তোমার আর আমার মাঝে থাকবে এক পৃথিবি দুরত্ব।
হয়ত সেদিন আমার ও অনেক ব্যাস্ততা থাকবে,
কিন্তু সেদিন ও তোমার দিকে তাকাতে ভুল হবে না আমার।
সেদিন ও আমি চেয়ে থাকবো তোমার মুখ পানে,
এক চিলতে হাসি দেখার আশায়। 

Tuesday, 2 April 2019

ছেলেটি

বালিকা জানো? সেই ছেলেটি এখন খুব বাস্তববাদী,
আবেগ তাকে আর টানে না।
ছেলেটি আজ ভুলে গেছে সব,
কারও কথা আর ভাবে না।
ভাবার সময় কোথায় তার?
সে এখন খুব ব্যাস্ত নিজেকে নিয়ে,
অফিস শেষে ঘুমানোর সময় ও তার মিলে না।

জানো? ছেলেটি এখন খুব কর্মঠ,
অলসতা তার আর আশে না।
ছেলেটি এখন খুব ব্যাস্ত,
ফেসবুকে আর থাকে না।

জানো? ছেলেটি এখন খুব ঘুম কাতুরে,
রাত সে আর জাগে না।
হ্যা,ছেলেটি আজ ব্যাস্ত ভিসন,
কারও কথা আর ভাবে না।

তবে জানো? ছেলেটিকে মাঝ রাতে বারান্দায় দেখা জায়,
যখন কেও সজাগ থাকে না।
ছেলেটি আজও কার যেন ছবি দেখে,
কাওকে তা দেখতে দেয় না।
ছেলেটির চোখ এ পানি দেখা যায় তখন,
তবে সে কিন্তু কাদে না।

ছেলেটি এখন ব্যাস্ত ভিসন,
কারও কথা আর ভাবে না।