Thursday, 24 September 2020

গল্পগুলো জমা হচ্ছে

অনেক দিন কথা হয় না,
নিদ্রাহীন রাত্রি যাপন হয় না,
একসাথে ভোর দেখা হয় না,
একসাথে কথার খই ফুটানো হয় না,
শব্দ করে হাসা হয় না ।

গল্পগুলো জমা হচ্ছে,
রাত গড়িয়ে ভোরও হচ্ছে,
কিন্তু ঠিক রাত জাগা আর হচ্ছে না,

তোমার কি কোনো গল্প নেই?
নাকি এখন আর রাত জাগো না?

অনেক দিন কথা হয় না,
হবে হয়তো, আবার হয়তো না ।

Wednesday, 9 September 2020

বিষণ্ন মন/বিষণ্ণতা

 আকাশে আজ রৌদ্র-মেঘের লুকোচুরি থাকলেও

মন ভিষণ বিষণ্ণ ।

গত কয়েকদিনের টানা বর্ষণ ভালো না লাগলেও
আজ খুব করে নিজের বিষণ্ণতার মেঘগুলো যেনো
বর্ষণে রূপ নেয় সেই প্রার্থনা করছিলাম।

কিন্তু সব প্রার্থনা সফল হয় না,
তাই আমার মনের সূর্যটাও বিষণ্ণতার ঘন কালো মেঘগুলো কাটিয়ে উঁকি দিতে পারছে না ।