Wednesday, 9 September 2020

বিষণ্ন মন/বিষণ্ণতা

 আকাশে আজ রৌদ্র-মেঘের লুকোচুরি থাকলেও

মন ভিষণ বিষণ্ণ ।

গত কয়েকদিনের টানা বর্ষণ ভালো না লাগলেও
আজ খুব করে নিজের বিষণ্ণতার মেঘগুলো যেনো
বর্ষণে রূপ নেয় সেই প্রার্থনা করছিলাম।

কিন্তু সব প্রার্থনা সফল হয় না,
তাই আমার মনের সূর্যটাও বিষণ্ণতার ঘন কালো মেঘগুলো কাটিয়ে উঁকি দিতে পারছে না । 

No comments:

Post a Comment