একটা বিকেল চাই তোমার কাছে
সারা সকালের কর্মব্যস্ত সময়ের শেষে
এক কাপ ধোঁয়া উঠা চায়ের কাপে
ছাদের কোন এক কোনে-
তোমার সাথে এক মুঠো সময় চাই ।
আমরা এক সাথে হাঁসবো, নিজেদের পুরোনো দিনের কথা বলবো-
যেদিন তোমাকে প্রথম দেখলাম, সেই যে কলেজে আসলে,
যেদিন প্রথম আমাদের কথা হলো,
নম্বর কত পেয়েছি জানতে চাইলে,
মাঝে আমাদের কথা হয়নি,
কত কথাই না জমে গিয়েছিলো,
সেই তোমার জন্মদিনে যেদিন দেখা হলো,
মনে আছে তো?
আমরা একসাথে সূর্যের ডুবে যাওয়া দেখবো,
আমরা নিজেদের কথাগুলো বলবো।
একটা বিকেল চাই তোমার কাছে।
No comments:
Post a Comment