পৃথিবী আবার সুস্থ হবে;
তখন আবার দেখা হবে ।
আঁধার শেষে আলো আসবে;
তখন না হয় দেখা হবে ।
মানুষ তার ভুলগুলো বুঝবে,
অস্ত্রের ঝংকার কমে আসবে,
সন্ত্রাসবাদ শুন্যে নামবে,
মনুষ্যত্ব আবার জেগে উঠবে,
সভ্যতা আবার উঠে দাঁড়াবে ।
বিত্তবানরা সহায় হবে,
কৃষকের মুখে হাসি ফুটবে,
দিন-মজুরের পেটেও খাবার থাকবে,
ধর্ষক মুক্ত সমাজ হবে,
আমার নির্যাতিতা বোনটাও ন্যায় বিচার পাবে,
পৃথিবীতে সেদিন সাম্য থাকবে ।
প্রকৃতিতে আবার তারুণ্য আসবে,
সৈকতে আবার প্রবাল ফিরবে,
নদীগুলো আবার প্রাণ ফিরে পাবে,
আবার নতুন ভোর হবে,
তখন না হয় দেখা হবে ।
পৃথিবী আবার সুস্থ হবে ।
...................................
Illustration : ART BY ABRAR❤❤❤ (Do Like 👍 the page😁)
©Rishat
#QuarantineDays
No comments:
Post a Comment