কোন এক জ্যোৎন্সায় তোমার সাথী হবো,
এই জ্যোৎন্সায় না হোক-পরের কোন জ্যোৎন্সায় নিশ্চয়ই হবো ।
হাতে হাত রেখে পথিক শূন্য রাস্তাটাকে সঙ্গ দিবো,
ক্লান্ত হলে সেডিয়ামের নিচে বসে পরব,
তুমি না আমার কাঁধে মাথা রেখে জিরিয়ে নিও,
কোন এক জ্যোৎন্সায় তোমার সাথী হবো,
এই জ্যোৎন্সায় না হোক-
পরের কোন জ্যোৎন্সায় নিশ্চয়ই হবো ।
নির্জন ছাদে সেদিন পাশাপাশি বসব,
চাঁদের রূপালী আলোয় আমরা রঙিন স্বপ্ন বুনবো,
রাত গড়িয়ে ভোর হবে,
তখন না হয় সূর্যোদয় দেখবো,
কোন এক জ্যোৎন্সায় তোমার সাথী হবো,
এই জ্যোৎন্সায় না হোক-
পরের কোন জ্যোৎন্সায় নিশ্চয়ই হবো ।
No comments:
Post a Comment