Thursday, 31 December 2020

তুমি

 আমি যেমন তোমাকে বারংবার 'ভালোবাসি' বলে বিরক্ত করতে পারি,

ঠিক তেমনি প্রয়োজনে 'সরি' বলতে বলতে অতিষ্ঠ করতে পারি। 

সময় মতো ঘুমিয়েছো কিনা, কিংবা জ্বর হলে ওষুধ খেয়েছো কিনা খোঁজ নিতে পারি,
ঠিক তেমনি কথা না বলেও তোমাকে ভালোবাসতে পারি ।

আমি তোমার পছন্দের রবীন্দ্র সঙ্গীত গাইতে পারি না,
তোমার চাওয়ার মতো করে আবৃত্তি পারি না,
কিন্তু ঠিকই আমার ক্ষুদ্র ভাষা জ্ঞান ব‍্যবহার করে দু'চার লাইন লিখতে পারি তোমায় নিয়ে।

তোমার তো বেরিয়ে পড়বার শখ,
কিন্তু আমার যে জানালা খুলতেই ভয় হয়!
তাও না হয় শেষ বিকেলে শহুরে সূর্যাস্ত দেখা যাবে
কিংবা রাতের শহরে হাতে হাত রেখে হাটা যাবে।

তোমার বৃষ্টি পছন্দ না
কিন্তু আমার ভিজতে ভালো লাগে-
তুমি না হয় ঐ জানালায় দাঁড়িয়ে আমায় সঙ্গ দিও ।

||ডিসেম্বর ৩০, রংপুর||

Thursday, 22 October 2020

অব‍্যক্ত

 গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সেদিন,

তুমি রিকশায় উঠে বসলে

একটু থেমে আমায় বললে-
তুমি চাইলে আসতে পারো আমার সাথে ।
আমি যেন অপেক্ষায় ছিলাম।

ইচ্ছে ছিল তোমায় সাথে নিয়ে এই ব‍্যস্ত শহরে ঘুরবো,
যেখানে সব কোলাহল উপেক্ষা করে
আমি তোমার কণ্ঠস্বর শুনতে চাইবো,
আর আমার দৃষ্টি আটকে থাকবে কেবল তোমাতে ।

তবে শহরে সেদিন ব‍্যস্ততা ছিল না,
ছিল না কোন কোলাহলও
তুমিও চুপ করে ছিলে ।

যা ছিল তাহলো
আমাদের মধ্যে নিরবতা,
আমি আড়চোখে তাকিয়েছিলাম কয়েকবার,
কিছু বলতে গিয়েও থেমে গেছি বার বার ।

তারপর-
রাস্তা ফুরিয়ে এলো,
আমি নেমে গেলাম,
তুমি ফিরে গেলে আপন গন্তব‍্যে

সেদিন যেটা বলতে পারিনি আজ তা বলছি-
'ভালোবাসি প্রিয়!'

Thursday, 24 September 2020

গল্পগুলো জমা হচ্ছে

অনেক দিন কথা হয় না,
নিদ্রাহীন রাত্রি যাপন হয় না,
একসাথে ভোর দেখা হয় না,
একসাথে কথার খই ফুটানো হয় না,
শব্দ করে হাসা হয় না ।

গল্পগুলো জমা হচ্ছে,
রাত গড়িয়ে ভোরও হচ্ছে,
কিন্তু ঠিক রাত জাগা আর হচ্ছে না,

তোমার কি কোনো গল্প নেই?
নাকি এখন আর রাত জাগো না?

অনেক দিন কথা হয় না,
হবে হয়তো, আবার হয়তো না ।

Wednesday, 9 September 2020

বিষণ্ন মন/বিষণ্ণতা

 আকাশে আজ রৌদ্র-মেঘের লুকোচুরি থাকলেও

মন ভিষণ বিষণ্ণ ।

গত কয়েকদিনের টানা বর্ষণ ভালো না লাগলেও
আজ খুব করে নিজের বিষণ্ণতার মেঘগুলো যেনো
বর্ষণে রূপ নেয় সেই প্রার্থনা করছিলাম।

কিন্তু সব প্রার্থনা সফল হয় না,
তাই আমার মনের সূর্যটাও বিষণ্ণতার ঘন কালো মেঘগুলো কাটিয়ে উঁকি দিতে পারছে না । 

Friday, 21 August 2020

কোন এক জ‍্যোৎন্সায় তোমার সাথী হবো

 কোন এক জ‍্যোৎন্সায় তোমার সাথী হবো,

এই জ‍্যোৎন্সায় না হোক-
পরের কোন জ‍্যোৎন্সায় নিশ্চয়ই হবো ।

হাতে হাত রেখে পথিক শূন্য রাস্তাটাকে সঙ্গ দিবো,
ক্লান্ত হলে সেডিয়ামের নিচে বসে পরব,
তুমি না আমার কাঁধে মাথা রেখে জিরিয়ে নিও,
কোন এক জ‍্যোৎন্সায় তোমার সাথী হবো,
এই জ‍্যোৎন্সায় না হোক-
পরের কোন জ‍্যোৎন্সায় নিশ্চয়ই হবো ।

নির্জন ছাদে সেদিন পাশাপাশি বসব,
চাঁদের রূপালী আলোয় আমরা রঙিন স্বপ্ন বুনবো,
রাত গড়িয়ে ভোর হবে,
তখন না হয় সূর্যোদয় দেখবো,
কোন এক জ‍্যোৎন্সায় তোমার সাথী হবো,
এই জ‍্যোৎন্সায় না হোক-
পরের কোন জ‍্যোৎন্সায় নিশ্চয়ই হবো ।

Sunday, 26 April 2020

পৃথিবী আবার সুস্থ হবে

পৃথিবী আবার সুস্থ হবে;
তখন আবার দেখা হবে ।
আঁধার শেষে আলো আসবে;
তখন না হয় দেখা হবে ।

মানুষ তার ভুলগুলো বুঝবে,
অস্ত্রের ঝংকার কমে আসবে,
সন্ত্রাসবাদ শুন‍্যে নামবে,
মনুষ্যত্ব আবার জেগে উঠবে,
সভ‍্যতা আবার উঠে দাঁড়াবে ।

বিত্তবানরা সহায় হবে,
কৃষকের মুখে হাসি ফুটবে,
দিন-মজুরের পেটেও খাবার থাকবে,
ধর্ষক মুক্ত সমাজ হবে,
আমার নির্যাতিতা বোনটাও ন‍্যায় বিচার পাবে,
পৃথিবীতে সেদিন সাম‍্য থাকবে ।

প্রকৃতিতে আবার তারুণ্য আসবে,
সৈকতে আবার প্রবাল ফিরবে,
নদীগুলো আবার প্রাণ ফিরে পাবে,
আবার নতুন ভোর হবে,
তখন না হয় দেখা হবে ।

পৃথিবী আবার সুস্থ হবে ।
...................................

Illustration : ART BY ABRAR❤❤❤ (Do Like 👍 the page😁)
©Rishat
#QuarantineDays